kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বরগুনা প্রতিনিধি   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরগুনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের বিরুদ্ধে করোনাকালে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ এবং একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই পরিষদেরই কয়েকজন সদস্য এই অভিযোগ জানান।

লিখিত অভিযোগে ইউপি সদস্যরা জানান, ২০২০ সালে করোনাকালে শিশু এবং গো-খাদ্যের (পশুর খাবার) জন্য বরাদ্দ টাকা সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যদের সমন্বয়ে মাস্টাররোলের মাধ্যমে বিতরণ করার কথা ছিল, কিন্তু চেয়ারম্যান তা না করে আটটি চেকের মাধ্যমে এসব অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া পরিষদের সিসিটিভি ক্যামেরা, সোলার প্যানেল, চেয়ার-টেবিলসহ একাধিক আসবাবপত্র তিনি বাসায় নিয়ে গেছেন।সাতদিনের সেরা