kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

দিনাজপুরে উধাও চালভর্তি ট্রাক

দিনাজপুর প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রাক ভর্তি ১৬ টন চাল নিয়ে চালক ও হেল্পার উধাও হয়ে গেছেন। এই ঘটনায় গত সোমবার রাতে আরজি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী অর্ণব কুমার বসাক হাকিমপুর থানায় জিডি করেছেন। ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে হাকিমপুর উপজেলার মেসার্স আরজি ট্রেডিং থেকে ১৬ টন চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৪৯০) চট্টগ্রামের চাক্তাইয়ে মেসার্স মীর আহাম্মেদ সওদাগর ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটিতে ২৫ কেজি ওজনের মোট ৬৪০ বস্তা নাজির সিদ্ধ চাল ছিল। গত ১৮ এপ্রিল চালভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছানোয় ট্রাকের চালক আব্দুল হাই বেপারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যান্ত্রিক সমস্যা হওয়ায় ট্রাক নিয়ে সময় মতো পৌঁছানো সম্ভব হয়নি। এর পর থেকে ট্রাকের চালকের ফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল পর্যন্ত ট্রাক, চালক ও হেল্পপারের হদিস পাওয়া যাচ্ছে না। ট্রাকটিতে ৯ লাখ টাকার চাল ছিল।সাতদিনের সেরা