kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

পরিত্যক্ত ট্যাংকে দুই ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠানের পরিত্যক্ত ট্যাংকে পড়ে হাসান আলী (৩০) ও হাবিবুর রহমান (২৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মিন্টু মিয়া নামের প্রতিবেশী এক যুবক। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হাবিবুর ও তাঁর স্ত্রী ঘরের বাইরে টয়লেটে যান। সেখান থেকে ফেরার সময় উঠানে থাকা পরিত্যক্ত ট্যাংকের ঢাকনা ভেঙে হাবিবুর ভেতরে পড়ে যান। তখন তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামেন ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু। তাঁদের কেউ ওপরে না ওঠায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনকে উদ্ধার করেন। ততক্ষণে হাসান ও হাবিবুর মারা যান।