kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

ইউএনওর সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের তারাকান্দায় গ্রাম পুলিশ নিয়োগ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাঝে চলছে মতবিরোধ। ফলে দীর্ঘদিন ধরে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। তারাকান্দা উপজেলা সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নে ৩৭ জন গ্রাম পুলিশ সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ইউএনওর কাছে প্রয়াত গ্রাম পুলিশের সন্তানদের নিয়োগ দিতে সুপারিশ করেছেন। মূলত এ নিয়েই ইউএনও ও ইউপি চেয়ারম্যানদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারাকান্দা ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘কয়েকজন গ্রাম পুলিশ মারা যাওয়ার পর তাঁদের সন্তানরা মাস্টার রোলে কাজ করছেন। আমরা তাঁদের নিয়োগ দেওয়ার কথা বলছি।’ জানতে চাইলে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, ‘চেয়ারম্যানদের চাপের জন্যই গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।’