kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

বেতাগীতে ডায়রিয়ায় দুজনের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার মধ্যে বরগুনার বেতাগীতে ডায়রিয়ার প্রকোপও বেড়েছে। গতকাল শনিবার উপজেলায় ডায়রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের নুরুল ইসলাম (৭০) ও বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্র ভানু (৬০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিনই হাসপাতালে আসা ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালে আসন না পেয়ে মেঝে, বরান্দায়ও ঠাঁই নিয়েছে অনেক রোগী। গতকাল শনিবার হাসপাতালে ৩৬ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। প্রতিদিনই ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে। তাদের মধ্যে বেশির ভাগই বয়স্ক, নারী ও শিশু। এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, ‘হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রয়েছে।’