kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

সংক্ষিপ্ত

দেয়াল অপসারণের সময় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি ভবনের দেয়াল অপসারণের সময় চাপা পড়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শেখ মুজিব রোডের ফকিরশাহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম পেশায় রংমিস্ত্রি। তিনি নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, সড়ক সম্প্রসারণের প্রয়োজনে ওই এলাকায় ব্যক্তি উদ্যোগে সীমানাপ্রাচীর সরানো হচ্ছে। এরই অংশ হিসেবে একটি ব্যাটারির দোকানের মালামাল সরিয়ে স্থাপনা ভাঙা হচ্ছিল। এই সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়ালটি নুরুল ইসলামের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদারও বিষয়টি  নিশ্চিত করেছেন।