kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

পুলিশে অভিযোগ দেওয়ায় হামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শেরপুরে পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় বাদী ও তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার শরীফ সুঘাট গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে শরীফ সুঘাট গ্রামের রাজু আহম্মেদের সঙ্গে একই গ্রামের মানিক তালুকদারের বিরোধ চলছে। গত বুধবার জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু আহম্মেদ থানায় অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মানিক তালুকদারের লোকজন তাঁদের ওপর হামলা চালায়।