kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

দিনদুপুরে সাড়ে চার লাখ টাকা চুরি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনদুপুরে সাড়ে চার লাখ টাকা চুরি

দিনাজপুরের হাকিমপুরে দিনদুপুরে দোকানের তালা ভেঙে ড্রয়ার থেকে সাড়ে চার লাখ টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ। গতকাল শুক্রবার দুপুরে হিলি বাজারের মেসার্স সুরমা ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম জাহিদ দোকানটির মালিক। ঘটনার সময় তিনিসহ দোকানের কর্মচারীরা জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘শুক্রবার নামাজের দিন। আবার হিলিতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় এই প্রতিষ্ঠানসহ (সুরমা ট্রেডার্স) শহরের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে।’ এ বিষয়ে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেপ্তারসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।