খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসক সুমিত পালকে লাঞ্ছিত করার দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে বাগেরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত রোগীর ছেলে এস সাইফুল ইসলাম রাকিব ও মেয়েজামাই মো. বশির উদ্দিন। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার বিচারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলার চিকিৎসক নেতারা। গতকাল দুপুরে জেলার বিএমএ ভবনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তাঁরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
মন্তব্য