kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

নড়াইলে করোনা শনাক্ত ৬৭%

নড়াইল প্রতিনিধি   

২২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার ও শনিবার ৯ জনের নমুনা পরীক্ষায় ছয়জনেরই করোনা পজিটিভ এসেছে। শনাক্তের এই হার প্রায় ৬৭ শতাংশ। আক্রান্ত সবাই নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যে ছয়জনের করোনা পজিটিভ এসেছে তাদের চারজনের বয়স ২৫ বছরের কম (১৪, ২২, ২৪, ২৫), একজন ৩৩ এবং বাকিজনের বয়স ৪০ বছর।  এদিকে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম দফায় ২৯ জানুয়ারি ২৪০০ ভায়েলের পরে আবার ৫০০ ভায়েল পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ২৫ হাজার ৮৯১ জনকে টিকা দেওয়া হয়েছে। নড়াইল সদরে এক হাজার ৩৭৬, লোহাগড়ায় ছয় হাজার ৯৮৭ এবং কালিয়াতে ৫৪২৮ জন টিকা পেয়েছে।