নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল হোসেন ওরফে পাঙ্খা বেলালের (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (কোম্পানীগঞ্জ) বিচারক মোসলেহ উদ্দিন নিজাম এই আদেশ দেন। নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল।
পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামি বেলালকে আদালত থেকেই রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। বেলাল উপজেলার চরফকিরা ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত।
মন্তব্য