kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

অনুদানের গুজবে ভিড়

গাইবান্ধা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ও শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা পরিস্থিতির এই সময়ে সব শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার গুজবে গাইবান্ধা, বগুড়া ও কুড়িগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। এতে গতকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন সড়ক, ফুটপাত, ফটোকপি ও কম্পিউটারের দোকানের সামনে হাজার হাজার মানুষের ঢল নামে। তবে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের গুজব রটিয়ে ফায়দা লুটছে।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুদানসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, দুরারোগ্য ব্যাধি ও দুর্ঘটনার শিকার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুদানের জন্য আবেদন করতে পারবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে অনুদান দেওয়া হবে—এই গুজব ছড়িয়ে পড়ায় বেশির ভাগ শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করছেন। অন্যদিকে অনুদান পাওয়ার আশায় অনলাইনে আবেদনের জন্য কম্পিউটারের দোকানগুলোর সামনে ভিড় জমান শিক্ষার্থী-অভিভাবকরা। গত ৭ মার্চ আবেদনের শেষ দিন হওয়ায় শহর এলাকায় ব্যাপক ভিড় লক্ষ করা যায়।

মন্তব্য