লালমনিরহাটের পাটগ্রামে দুই সাপুড়েকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪৬টি সাপ, আংটি বানানোর ১৪০টি পাথর ও চারটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তাঁরা সাপসহ ভারত থেকে অবৈধ পথে দেশে ঢুকেছিলেন বলে অভিযোগ। আটকৃকতরা হলেন ঢাকার সাভারের পোড়াবাড়ী এলাকার অপিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম ও একই এলাকার কাত্তার মিয়ার ছেলে রাকিব। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক আরিফুল ইসলাম মামলা করেছেন। মামলাটিতে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া আদালতের আদেশে সাপগুলো জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।
মন্তব্য