kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

আইনজীবী সমিতির বর্তমান-সাবেক কমিটির সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধি   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইনজীবী সমিতির বর্তমান-সাবেক কমিটির সংঘর্ষ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষে আহত এক অ্যাডভোকেট। ছবি : কালের কণ্ঠ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান এবং সাবেক কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী জেলা আইনজীবী সমিতির সামনে এই সংঘর্ষ হয়। এতে সমিতির বর্তমান সাধারণ সম্পাদকসহ ১০ জন আইনজীবী আহত হয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইও সংঘর্ষের মধ্যে পড়ে যান।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সারওয়ার আহমেদ বাবু, রাজিউর রহমান, হাবিবুল্লাহ প্রমুখ। সারওয়ার আহমেদ বাবু ও হাবিবুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য