নওগাঁর মান্দায় এক রাতে ৯টি শ্যালো মেশিন চুরি হয়েছে। গত সোমবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুচি বিলে এই ঘটনা ঘটে। কৃষকরা জানান, মেশিনগুলো দিয়ে নির্বিঘ্নে সেচকাজ করছিলেন তাঁরা। কখনো পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। চুরি যাওয়া মেশিনগুলোর সাহায্যে এবার দুই শতাধিক বিঘা জমিতে বোরো আবাদ করা হয়েছে। তাঁদের শঙ্কা, জমিতে সময়মতো সেচ দিতে না পারলে ঘরে ফসল তুলতে পারবেন না। তা ছাড়া নতুন করে মেশিন কেনার মতো অবস্থাতেও নেই তাঁরা।
মন্তব্য