মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত রংপুরের নর্দান মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকালের বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
রংপুরে মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, মেডিক্যাল কলেজটির অনুমোদন নেই বলে জানা গেছে। জানা যায়, গতকাল সকালে কলেজের সামনে রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ তিন কিলোমিটার দূরে রংপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন। শেষে সেখানে সমাবেশ করেন তাঁরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার দুপুরে ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা। হঠাৎ মালিকপক্ষের ইন্ধনে কলেজের অফিস সহকারী আহসান হাবিব সবুজের নেতৃত্বে মুখোশধারী লোকজন হামলা চালায়।
মন্তব্য