kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

যমুনার দুর্গম চরে মা-মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তাঁর পাঁচ মাস বয়সী শিশুকন্যা আয়েশা। জানা গেছে, গত শনিবার বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সন্ধ্যায় পাশের শংকরপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে মা-মেয়ের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শনিবার রাতের যেকোনো সময় মা-মেয়েকে হত্যা করে মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা