kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর জেলে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি   

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালের বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর এস এম আকবর ও তাঁর ভাতিজাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। যুগ্ম জেলা জজ প্রথম আদালতের রেকর্ড সহকারী আক্তারুজ্জামান ডলারকে হত্যাচেষ্টার মামলায় গতকাল রবিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়। জানা যায়, গতকাল কাউন্সিলর আকবর, তাঁর ভাতিজা উপজেলা পরিষদের এমএলএসএস বিপ্লব সরদার, মো. ফায়জুল হক ও মো. শাহিন সরদার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় কাউন্সিলর আকবর ও তাঁর ভাতিজা বিপ্লবের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক আমিনুল ইসলাম। তবে ফায়জুল ও শাহিনের জামিন মঞ্জুর করা হয়।

মন্তব্য