kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

দুই শিশু চুরি

একজন জীবিত, অন্যজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি   

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের সাত বছর পরও কোনো সন্তান হয়নি। তাই সম্প্রতি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল থেকে কৌশলে ২৩ দিনের শিশু চুরি করেন আলপনা খাতুন। কিন্তু চুরির তিন দিন পর অসুস্থতার কারণে শিশুটি মারা যায়। এ অবস্থায় গত শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে আরেকটি শিশু চুরি করেন তিনি। কিন্তু খবর পেয়ে সেদিন রাতেই পুলিশ আলোকদিয়ার গ্রামে অভিযান চালায়। এ সময় জীবিত শিশুটিকে উদ্ধার করে তারা। একই সঙ্গে মৃত শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম।

তিনি আরো জানান, চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলপনা, তাঁর মা সয়রন বিবি, ভাই রবিউল ইসলাম, ভাবি ময়না খাতুন, একই গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী মিনা খাতুন, রেজাউলের স্ত্রী খাদিজা খাতুন ও পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়। কিন্তু তদন্তের স্বার্থে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেননি এসপি।

মন্তব্য