kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

‘বন্ধ কেন পরীক্ষার হল’

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?’, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হচ্ছে রাজপথে’ লেখা প্ল্যাকার্ড ছিল। শিক্ষার্থীরা বলেন, ‘পরীক্ষা নেওয়ার কথা বলে ডেকে এনে এখন হুট করে পরীক্ষা স্থগিত করা হলো। আমরা এ প্রহসন মানি না। দেশের সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, শুধু পরীক্ষাই স্থগিত। রাজধানীর সাত কলেজের পরীক্ষা যদি চলতে পারে আমাদের নয় কেন? কর্তৃপক্ষের কাছে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’ শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা।

মন্তব্য