kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর আলমের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর অপসারণ দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও কর্মচারীরা। শেষে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এর আগে একই দাবিতে গত মঙ্গলবার কলেজ কার্যালয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষক ও কর্মচারীরা। জানা যায়, গতকাল সকালে কলেজ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি সেতাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শহর ঘুরে ইউএনওর কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য