সিলেটে ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদ হত্যার প্রধান আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক নোমান হাছনুরকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান নোমান। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে রিমান্ড আবেদনের শুনানি গতকাল হয়নি। শুনানির তারিখ আদালত পরে নির্ধারণ করবেন বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ।
মন্তব্য