এক দিন পার হয়ে গেলেও সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মাহিমকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ২৩ দিন বয়সী শিশু মাহিমকে চুরি করে নিয়ে যায় এক নারী।
মন্তব্য