নোয়াখালীর চাটখিলে স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. শহীদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদীন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, বিয়েতে রাজি না হওয়ায় ২০০৭ সালের ২ মার্চ দশম শ্রেণির ছাত্রীটিকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে উপজেলার রামনারায়ণপুর গ্রামের শহীদ। এই ঘটনার প্রায় তিন মাস পর ২৪ জুন ছাত্রী নিজেই বাদী হয়ে চাটখিল থানায় ধর্ষণ মামলা করে। থানাটির উপপরিদর্শক (এসআই) ফারুক মৃধা একই বছরের ২০ আগস্ট শহীদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক চলে। অবশেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত।
মন্তব্য