ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তের পাশের জমিতে চাষাবাদ করার সময় শাহ আলম (১৭) নামের এক তরুণকে বেধড়ক মারধর করে মৃত ভেবে কাঁটাতারের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের কিছু সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার বেতনা সীমান্তের ৩৬৭ পিলারের কাছে এই ঘটনা ঘটে।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিব। ভারতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
আহত শাহ আলম হরিপুর উপজেলার মানিকখাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম জানান, বিএসএফ সদস্যরা এসে তাঁর ছেলেকে তুলে নিয়ে কাঁটাতারের কাছে নিয়ে নির্যাতন চালায়।
মন্তব্য