সামনেই জয়পুরহাট পৌর নির্বাচন। তাই প্রচারকাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাঁদের পক্ষে ভোট চাচ্ছেন কর্মীরাও। এবার প্রচারকাজে নারীকর্মীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। প্রতিদিন দল বেঁধে হ্যান্ডবিলসহ বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন তাঁরা। একাধিক কারণে এবার তাঁদের কদর বেড়েছে।
নৌকার পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রধান এজেন্ট রফিকুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা কাজ করছে। তবে তাদের বাইরে বেশ কিছু নারীকর্মী কাজ করছেন। তাঁদের প্রচার বেশি কাজে লাগছে বলে মনে হচ্ছে।
প্রসঙ্গত, জয়পুরহাট পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে পাঁচজন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য