ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও পুলিশ ভোটের মাঠে থাকার সুযোগ দিচ্ছে না—এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুরের মতলব পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী এনামুল হক বাদল। ভোটের মাত্র ছয় দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আওলাদ হোসেন লিটন, জাতীয় পার্টির ডি এম আলাউদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সফিকুল ইসলাম।
মন্তব্য