যশোরের অভয়নগরে নিয়ম ভেঙে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর পুনঃখননের মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এ ছাড়া মাটি পরিবহনের কারণে প্রতিষ্ঠানটিতে আসা-যাওয়ার রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পের আওতায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ৩০ লাখ ৩৫ হাজার ৯৪৬ টাকা মূল্য নির্ধারণ করে দরপত্র ডাকা হয়। ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহরিয়ার কনস্ট্রাকশন ২৮ লাখ ৮৪ হাজার ১৪৮ টাকা চুক্তিমূল্যে কাজটি পায়। গত বছরের ১৬ মার্চ কাজ শুরু করার কথা ছিল। কিন্তু ঠিকাদার মোসাব্বের হোসেন এ বছরের জানুয়ারি মাসে কাজটি শুরু করেন। তাঁর ওপর তিনি পুকুর পুনঃখননের মাটি বিক্রি করে দিচ্ছেন।
মন্তব্য