দিনাজপুরের হাকিমপুরে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৫তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত হয়েছে। জানা যায়, গতকাল সকালে ইউএনওর সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশীদ। সভা শেষে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক ঘুরে হাকিমপুর সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ ছাড়া হিলি স্থলবন্দরের চার মাথায় মাস্ক বিতরণ, হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের সচেতন করাসহ হাকিমপুর সরকারি কলেজ মাঠে ফলদ গাছ লাগানো হয়।
মন্তব্য