kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

কর্ণফুলীতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে কর্ণফুলী নদীতে পৃথক নৌকা ও ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দুজনের ও গতকাল শুক্রবার আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নাহিয়ান আল ফারুকের (২২) মরদেহ গতকাল ভোরে কর্ণফুলী নদীর ১১ নম্বর ঘাট এলাকায় ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নাহিয়ান কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার মারজানের ছেলে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার রাতে আবুল কাশেম (৫০) ও সাইদুল করিম (৬০) নামের দুজনের মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্ট গার্ড। এ ব্যাপারে সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আবুল কাশেম ও সাইদুল করিম নামের দুজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাশেম ও সাইদুল কক্সবাজারের কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

মন্তব্যসাতদিনের সেরা