কিশোরগঞ্জের মানিকখালী রেলস্টেশনের দক্ষিণে অবৈধ লেভেলক্রসিংয়ে উঠে একটি ট্রাক্টর বিকল হয়ে গেলে আন্ত নগর কিশোরগঞ্জ এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় সেটি দুই ভাগ হয়ে ছিটকে পড়ে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনের বাফার ভেঙে গেছে। ফলে ট্রেনটি সময়মতো ঢাকা ফিরে যেতে পারছে না। আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন কিশোরগঞ্জে আনা হচ্ছে, সেটি ট্রেনটিকে ঢাকায় নিয়ে যাবে। বিকেল সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইঞ্জিন কিশোরগঞ্জ পৌঁছেনি।
মন্তব্য