সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২-এর উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. তরিকুল ইসলাম খান। ফল ঘোষণার পর প্রতিপক্ষরা তাঁকে ছুরিকাঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়। তফসিল অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
মন্তব্য