kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

রাতে বিদ্যালয়ে ইয়াবা খান প্রধান শিক্ষক

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলমকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। কয়েক দিন ধরে রাতে বিদ্যালয়ে এসে নিজ কক্ষে ইয়াবা সেবন করছিলেন তিনি। বিষয়টি বুঝতে পেরে গত সোমবার রাতে এলাকাবাসী তাঁকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। পরে বিদ্যালয় থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে ঘটনার পর থেকেই ইয়াবা সেবনের সরঞ্জামসহ মাসুদ আলমের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জরুরি সভা ডেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকের ইয়াবা সেবনের ঘটনাটি কয়েকজন আমাকে জানিয়েছে। সম্মান রক্ষার্থে আপাতত তাঁকে ছেড়ে দিতে বলেছি। পরিচালনা কমিটির বৈঠকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে প্রধান শিক্ষক মাসুদ আলমকে ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।

জানতে চাইলে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এর আগেই লোকজন শিক্ষককে ছেড়ে দিয়েছে।’ লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য