kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

ছয় দফা দাবিতে শিক্ষক সমিতির অবস্থান

যবিপ্রবি প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় দফা দাবিতে শিক্ষক সমিতির অবস্থান

পদোন্নতিসহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলো হলো শিক্ষা ছুটি বা পদের বিপরীতে কর্মরত শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা দেওয়া, চাকরির দ্বিতীয় বছর পূর্ণ হওয়ার পরদিন থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্থায়ী পদে স্থানান্তর করা, প্রথম বর্ষ থেকে নন-ডিপার্টমেন্টাল সব কোর্সের জন্য সংশ্লিষ্ট শিক্ষকের সম্মানী বা পারিতোষিক বা আনুতোষিকের ব্যবস্থা করা, সব শিক্ষকের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ও ডিজিটাল ডিভাইসসহ প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নিয়োগ বা পদোন্নতির পত্রে চাকরি নিশ্চিতের জন্য নীতিমালাবহির্ভূত গবেষণাপত্র প্রকাশের শর্ত বাতিল করা এবং রিজেন্ট বোর্ডে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর (সন্ধ্যাকালীন নয়) ডিগ্রি গ্রহণের অনুমোদন দেওয়া।

মন্তব্যসাতদিনের সেরা