কিশোরগঞ্জের ভৈরবে পরিবহন ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় নারীসহ দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সুমনা বেগম শিলা ও তাঁর প্রেমিক কাজী নজরুল ইসলাম। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ ডিসেম্বর সুমনা ও নজরুল মিলে নবী হোসেনকে হত্যা করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বিভিন্ন স্থানে মাটিচাপা দেন। নবী হোসেনের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী বিলকিছ বেগম ২৫ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি সিআইডিতে পাঠানো হয়। সুমনার দাবি, নবী হোসেন তাঁকে বিয়ে করেছিলেন।
মন্তব্য