শরীয়তপুর ও স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের নির্বাচনী প্রচারে বাধা, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়। গতকাল সকালে নিজ বাড়িতে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদারের স্ত্রী আফরিনা মিতু সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আফরিনার অভিযোগ, ২৪ জানুয়ারি পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে কর্মীদের গায়ে হাত দিয়ে ধাক্কা ও দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দেয় প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী মান্নান হাওলাদারের লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেদরগঞ্জ থানার ওসির কাছে দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান হাওলাদার।
এদিকে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কবির দলের কয়েকজন নেতার অসহযোগিতার অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুইদুল ইসলামসহ আওয়ামী লীগের একাংশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার নৌকার প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবিরের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেন।
মন্তব্য