রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতক চুরি করে নিয়ে যাওয়া নারী ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। আটক দম্পতি হলেন মৌসুমি বেগম ও মো. সজিব। তাঁরা নগরীর বোয়ালিয়া থানা রানীনগর এলাকার বাসিন্দা। নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, মৌসুমি বেগম নিঃসন্তান। তাই তিনি নবজাতককে চুরি করেছিলেন। তবে তিনি শিশু চোরচক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য