kalerkantho

শুক্রবার । ২০ ফাল্গুন ১৪২৭। ৫ মার্চ ২০২১। ২০ রজব ১৪৪২

বগুড়ায় ডিসিসহ চারজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, সদর সহকারী কমিশনার (ভূমি) বীর আমির হামজা ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্থানীয় দুই ব্যক্তি। আবুল হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই ভাই গত বৃহস্পতিবার এই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, তাঁদের পৈতৃক জমিতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। আদালাত উভয় পক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে সেটি জানেন, কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানেন না। সদর ইউএনওকে ফোন করলেও তিনি ধরেননি। তবে সদরের এসি ল্যান্ড বীর আমির হামজা বলেছেন, ওই জমি এক নম্বর খাস খতিয়ানের। দীর্ঘদিন ধরে একপক্ষ দখল করে আসছিল।

মন্তব্যসাতদিনের সেরা