kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

হাতের চাকু পেটে ঢুকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে হোঁচট খেয়ে নিজের হাতে থাকা চাকু পেটে ঢুকে এক শিশু মারা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের চরহরিণা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিস্টার আলী (৭)। সে বগুড়ার শহরের নারুলী এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিস্টার আলী তার মা রেশমা বেগমের সঙ্গে নানাবাড়ি চরহরিণা গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে সে চাকু হাতে নিয়ে খেলার ছলে তার নানার মুলার জমির দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনাবশত রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে হাতের চাকু তার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা