যশোরের হামিদপুর এলাকা থেকে এক লাখ ৯০ হাজার ডলারসহ চারজনকে আটক করেছে বিজিবির যশোর ব্যাটালিয়ন। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ডলারসহ তাঁদের আটক করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমানের ছেলে মিঠু মণ্ডল (২৭), ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৩), সদর উপজেলার ললিতাদাহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত (৪০) ও নওদাগ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০)। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা।
তিনি জানান, তাঁদের তল্লাশি চালিয়ে কোমরে বিশেষভাবে রাখা ১৯ বান্ডিলের প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ ৯০ হাজার ডলার উদ্ধার হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য