রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে পিটিয়ে রক্তাক্তের ঘটনায় গ্রেপ্তার করা হয় বেলাল হোসেনকে। ছবি : কালের কণ্ঠ
রাজশাহীতে পুলিশ সার্জেন্টের ওপর হামলাকারী যুবক বেলাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে তাঁকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে বুধবার মধ্যরাতে নাটোর শহরের মাদরাসা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বেলাল রাজশাহীর রাজপাড়া লক্ষ্মীপুর এলাকার মৃত সামসুল হকের ছেলে।
গতকাল সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সার্জেন্ট বিপুল কিশোর ভট্টাচার্যের ওপর হামলার পর থেকেই বেলাল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বেলাল নাটোরে অবস্থান করছেন। পরে নাটোরের মাদরাসা মোড় এলাকায় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য