kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

বিদ্যুত্স্পর্শে চাচা ভাতিজার মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বড়িকান্দি গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন মোস্তফা মিয়া ও তাঁর ভাতিজা জসু মিয়া। পুলিশ ও গ্রামবাসী জানায়, গতকাল বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে ঘরে যান মোস্তফা। এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে মোস্তফা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে ভাতিজা জসুও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনেই মারা যান। নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা