বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সক্রিয় সদস্য হামিদুর রহমান ওরফে সুমনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
সুমন সংগঠনটির দাওয়াতি বিভাগের সদস্য। সে নরসিংদীর রায়পুরার কাচারীকান্দী এলাকার মাওলানা মাহমুদুর রহমানের ছেলে।
জেলা ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন নিজেকে আনসার-আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তার কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলা সফর করে আসছিল।
এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে তার যোগাযোগ ছিল।
ডিবির ওসি আরো জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর সুমনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
মন্তব্য