চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার মান্দারীটোলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে মান্দারীটোলা গ্রামে ডাকাতিকালে টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে গ্রামবাসী। এ সময় দলছুট এক ডাকাত ধরা পড়ে গেলে এলাকাবাসী তাঁকে গণপিটুনি দেয়। এতে তাঁর মৃত্যু হয়। নিহত ডাকাতের বয়স আনুমানিক ৫৫ বছর। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
মন্তব্য