শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক বৃদ্ধা মারা গেছেন। লালমনিরহাট সদরের খেজমতি বেগম (৬০) নামের ওই বৃদ্ধা গতকাল সোমবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এই হাসপাতালে চলতি মৌসুমে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই নারী। আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ১৫ নারী-শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।
মন্তব্য