গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা গতকাল রবিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে দুপুরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকালে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইইই বিভাগের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে কর্মসূচিটি পালন করেন তাঁরা। এমন আন্দোলনে নাকাল বশেমুরবিপ্রবির কর্তৃপক্ষ।
মন্তব্য