kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

সংক্ষিপ্ত

আগুনে পুড়ল নকশি কাঁথা ট্রেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগুনে পুড়ল নকশি কাঁথা ট্রেন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে গতকাল আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় গোয়ালন্দগামী নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। ছবি : কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে পাওয়ার কারটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল ভোরে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মহসীন রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দগামী নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেন গতকাল ভোর সাড়ে ৩টার দিকে স্টেশনে এসে দাঁড়ায়। এ সময় ট্রেনটির পাওয়ার কারে আগুন ধরে যায়। ট্রেন ও স্টেশনের অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে না আসায় নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাওয়ার কারটি পুড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা