kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

গোপালগঞ্জে ট্রলারডুবি একজনের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতী নদীতে বালু বোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেকজন। নিহত রিপন চৌকিদার (২৩) ও নিখোঁজ শ্রমিক বিল্লাল পাটোয়ারীর (৩৩) বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে। গত শনিবার রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। গতকাল সকাল থেকে তাঁদের উদ্ধারে কাজ করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল।

জানা গেছে, ডুবে যাওয়ার সময় ট্রলারে তিনজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। তাঁদের মধ্যে একজন বের হতে পারলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন। পরে বিকেলে বালু চাপা পড়া অবস্থায় পানির মধ্য থেকে রিপন চৌকিদারের লাশ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরিদল।

মন্তব্যসাতদিনের সেরা