অবিলম্বে সব পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল শনিবার বিকেলে যশোরের অভয়নগরের রাজঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ‘অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে পাটকল বন্ধ হলেও এর সঙ্গে সংশ্লিষ্টরা এখনো চাকরিতে বহাল তবিয়তে আছে। মাঝখান থেকে কর্মহীন হয়ে পড়েছে ৫০ হাজার শ্রমিক। আবার পাওনা পরিপূর্ণ পরিশোধ না করে ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছে।’ সমাবেশ থেকে যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) বদলি শ্রমিক ও আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিল, ছয় সপ্তাহের মজুরি, উৎসব বোনাস, ইনক্রিমেন্টসহ জুলাই মাসের দুই দিনের মজুরি অবিলম্বে পরিশোধের দাবি জানানো হয়।
মন্তব্য