বগুড়ার ধুনটে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়াধাওয়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। পূর্ববিরোধের জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। আহতরা হলেন ধুনট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, খাজান আলী, সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, মারজান হোসেন ও শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে আয়নাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মন্তব্য